শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪১, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ২১:৪২, ১৩ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
এরপর ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য জোটের সাতজন প্রতিনিধি বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেন।
বৈঠকে সিএনজিচালিত অটোরিকশাচালকদের চলমান দাবিদাওয়া ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বৈঠক শেষে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবে সংগঠনটি।
এর ফলে বনানী এলাকায় প্রায় ছয় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকা সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে সিএনজিচালকদের অভিযোগ, তারা ঢাকা জেলায় নিবন্ধিত হলেও ঢাকার মহানগরে তাদের চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই দাবিতে তারা আজ দুপুর ১২টার দিকে বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন, ফলে উত্তরা-বনানী-মহাখালী রুটে তীব্র যানজট তৈরি হয়। এর আগে সকাল ১০টার দিকে তারা সড়কের একদিকে অবস্থান নেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে