শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫০, ২৭ মে ২০২৫ | আপডেট: ১৬:৫২, ২৭ মে ২০২৫
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত
বৈঠক শেষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের জানান, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে আন্দোলনরত কর্মচারীদের দাবির বিষয়টি আগামীকাল বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন সচিবেরা। এরপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেছেন, ‘বিষয়টি যেহেতু একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা কর্মসূচি অব্যাহত রাখব না। আগামীকাল বুধবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
সভা সূত্রে জানা যায়, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের বিষয়ে একমত হয়েছেন বৈঠকে অংশ নেওয়া সচিবেরা। এ বিষয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবকে পরামর্শ দেবেন। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।
গত রোববার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে অন্তবর্তীকালীন সরকার। তার আগে গত শনিবার থেকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন কর্মচারীরা। আজ মঙ্গলবার বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত সচিবালয়ের সামনে তাদের আন্দোলন চলমান ছিলো।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ