ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

১৮৮ বছরে কুমিল্লা জিলা স্কুল, নগরীতে উৎসবের আমেজ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১:২০, ২০ জুলাই ২০২৫

১৮৮ বছরে কুমিল্লা জিলা স্কুল, নগরীতে উৎসবের আমেজ

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লা জিলা স্কুলের ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রতি ক্লাসে আলাদাভাবে কেক কাটা হয়। শিক্ষার্থীদের কলধ্বনিতে মুখর হয়ে ওঠে প্রায় ছয় একরের ক্যাম্পাস। আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে রবিবার এই উৎসব উদযাপন করা হয়। আনন্দ শোভাযাত্রায় নগরীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এতে অংশ নেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক সোমেশ কর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রাণী রায়, দিবা শাখার প্রধান শিক্ষক মো. নুরুল হক।

প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ বলেন, এই স্কুল আমাদের অলংকার ও অহংকার। এক ঝাঁক মেধাবীদের স্কুল এটি। নিয়মিত ক্লাস পরীক্ষা ও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফল করে আসছে।

দেশের অনেক খ্যাতনামা ব্যক্তি এখানকার ছাত্র ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। ৫২ সালের ভাষা আন্দোলনে, ৬২ এর শিক্ষা আন্দোলনে, ছয় দফায়, নব্বইয়ের আন্দোলনে, ২৪ এর জুলাই আগস্ট আন্দোলনে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউট, অলিম্পিয়াডে এই স্কুলের শিক্ষার্থীদের ভূমিকা উজ্জ্বল।

উল্লেখ্য, ১৮৩৭ খ্রিস্টাব্দের ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রভাতী ও দিবা দুই শিফটে ১ হাজার ৯১১ জন ছাত্র আছে। দুই শিফটে শিক্ষক আছেন ৫২ জন। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন