ব্রেকিং
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১:২০, ২০ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রাণী রায়, দিবা শাখার প্রধান শিক্ষক মো. নুরুল হক।
প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ বলেন, এই স্কুল আমাদের অলংকার ও অহংকার। এক ঝাঁক মেধাবীদের স্কুল এটি। নিয়মিত ক্লাস পরীক্ষা ও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফল করে আসছে।
দেশের অনেক খ্যাতনামা ব্যক্তি এখানকার ছাত্র ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। ৫২ সালের ভাষা আন্দোলনে, ৬২ এর শিক্ষা আন্দোলনে, ছয় দফায়, নব্বইয়ের আন্দোলনে, ২৪ এর জুলাই আগস্ট আন্দোলনে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউট, অলিম্পিয়াডে এই স্কুলের শিক্ষার্থীদের ভূমিকা উজ্জ্বল।
উল্লেখ্য, ১৮৩৭ খ্রিস্টাব্দের ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রভাতী ও দিবা দুই শিফটে ১ হাজার ৯১১ জন ছাত্র আছে। দুই শিফটে শিক্ষক আছেন ৫২ জন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে