শিরোনাম
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৩, ২৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর সে গ্রেফতার হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হোসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। এ সময় তিনি কোন রাজনীতির সাথে জড়িত আছেন কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করেন। পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি একাধিক মামলায় কালো তালিকার আসামী। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দিবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে