শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৩, ২৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিক্ষোভের এক পর্যায়ে কলেজের শিক্ষক মন্ডলী আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে বুটেক্সের গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে ক্লাস ও পরিক্ষায় অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা অমত জানান। ইতিমধ্যে কয়েকটি দাবি বুটেক্স মেনে নিলেও শিক্ষার্থীদের চলমান কার্যক্রম বহাল রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ বলছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় গতকাল রাতে একটি বোর্ড মিটিং শেষে কয়েকটি দাবির পক্ষে আশ্বাস প্রদান করেছে।
এদিকে শিক্ষার্থীরা জানায়, তাদের ৭টি দাবির মধ্যে দুটি দাবির পক্ষে বস্ত্র মন্ত্রণালয় আশ্বাস প্রদান করলেও বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি এবং বাকি ৫টি দাবি এখনো মেনে না নেওয়ায় এ আন্দোলন কর্মসূচি চলতে থাকবে।
আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত টেক্সটাইল শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সে সময় ক্লাস বর্জন, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, বিক্ষোভ সমাবেশ করেন তারা।
কমপ্লিট সাটডাউনে অংশ নেন ক্যাম্পাসের ছাত্রী হোস্টেল- ইলা মিত্র, ছাত্র হোস্টেল- বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও শের-ই বাংলা হলের বিক্ষোভকারি শিক্ষার্থীগণ। এ সময় আন্দোলনের নেতৃত্ব দেন, ফাইনাল ইয়ার ৪র্থ সেমিস্টারের মাহাফুজুল রিমন, আশিক খান, সিরাজুল ইসলাম, মাহামুদুল হাসান, ২য় বর্ষের মাহামুদা তাবাচ্ছুম দোলন সহ ওয়েট প্রসেসিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এবং এপারেল ইঞ্জিনিয়ারিং ব্যাচের শিক্ষার্থীরা।
তারা বক্তব্য বলেন, এ রকম আশ্বাস বুটেক্স এর আগেও বহুবার দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, আমরা ৭টি দাবিই মেনে নিয়ে সময় উল্লেখ না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। একই সাথে অতি শিঘ্রই পাট ও বস্ত্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি হাতে নিব।
উল্লেখ্য, চলতি মাসের ১৭ জুলাই থেকে দেশের ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে একযোগে ৭ দফা দাবি আদায়ে কমপ্লিট সাটডাউন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে