ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
Scroll
বিমান বিধ্বস্তে প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
Scroll
শোকের সময় শান্ত ও সংহত থাকুন, জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
শক্তিশালী পাসপোর্ট তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ ৯৪তম
Scroll
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনে হবে: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগম নিপু
Scroll
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশি ব্যাটার জাকের আলী
Scroll
হেভি মেটাল কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

বুটেক্স দাবি মানলেও

ঝিনাইদহ টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের কমপ্লিট সাটডাউন চলছে

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৩, ২৩ জুলাই ২০২৫

ঝিনাইদহ টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের কমপ্লিট সাটডাউন চলছে

ছবি: ঢাকা এক্সপ্রেস

ত্রুটিপুর্ণ নিয়োগবিধি সংশোধনসহ শিক্ষক সংকট নিরসন, ল্যাব মেশিনারিজ সংরক্ষণ ও পর্যাপ্ত ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগ, পূর্ণাঙ্গ মার্কশীট সহ ফলাফল প্রকাশ, সাপ্লিমেন্টারী পরীক্ষা চালু ও রিটেক ফি কমানো, ২ মাসের মধ্যে পরিক্ষার ফল প্রকাশ, বাজেট বৃদ্ধি, সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ ও বাস্তবায়ন বাধ্যতামূলক সহ ৭ দফা দাবিতে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কমপ্লিট সাটডাউন কার্যক্রম করছে।

বিক্ষোভের এক পর্যায়ে কলেজের শিক্ষক মন্ডলী আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে বুটেক্সের গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে ক্লাস ও পরিক্ষায় অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা অমত জানান। ইতিমধ্যে কয়েকটি দাবি বুটেক্স মেনে নিলেও শিক্ষার্থীদের চলমান কার্যক্রম বহাল রয়েছে।

কলেজ কর্তৃপক্ষ বলছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় গতকাল রাতে একটি বোর্ড মিটিং শেষে কয়েকটি দাবির পক্ষে আশ্বাস প্রদান করেছে।

এদিকে শিক্ষার্থীরা জানায়, তাদের ৭টি দাবির মধ্যে দুটি দাবির পক্ষে বস্ত্র মন্ত্রণালয় আশ্বাস প্রদান করলেও বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি এবং বাকি ৫টি দাবি এখনো মেনে না নেওয়ায় এ আন্দোলন কর্মসূচি চলতে থাকবে।

আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত টেক্সটাইল শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সে সময় ক্লাস বর্জন, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, বিক্ষোভ সমাবেশ করেন তারা।

কমপ্লিট সাটডাউনে অংশ নেন ক্যাম্পাসের ছাত্রী হোস্টেল- ইলা মিত্র, ছাত্র হোস্টেল- বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও শের-ই বাংলা হলের বিক্ষোভকারি শিক্ষার্থীগণ। এ সময় আন্দোলনের নেতৃত্ব দেন, ফাইনাল ইয়ার ৪র্থ সেমিস্টারের মাহাফুজুল রিমন, আশিক খান, সিরাজুল ইসলাম, মাহামুদুল হাসান, ২য় বর্ষের মাহামুদা তাবাচ্ছুম দোলন সহ ওয়েট প্রসেসিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এবং এপারেল ইঞ্জিনিয়ারিং ব্যাচের শিক্ষার্থীরা।

তারা বক্তব্য বলেন, এ রকম আশ্বাস বুটেক্স এর আগেও বহুবার দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, আমরা ৭টি দাবিই মেনে নিয়ে সময় উল্লেখ না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। একই সাথে অতি শিঘ্রই পাট ও বস্ত্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি হাতে নিব।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ জুলাই থেকে দেশের ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে একযোগে ৭ দফা দাবি আদায়ে কমপ্লিট সাটডাউন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন