ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৫, ১৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৬:৪৬, ১৩ নভেম্বর ২০২৪

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর প্রত্যাহার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে বেতন পরিশোধের আশ্বাস আড়াই ঘণ্টা পর  অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের  টঙ্গীর গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এতে আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সাড়ে ১০টার দিকে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন