শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৪, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৩৪, ১২ এপ্রিল ২০২৫
নিহতের স্বজনরা জানিয়েছেন, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দক্ষিণখানে ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিশ ও ইন্টারনেট ব্যবসা চালাতেন। গত ৯ এপ্রিল রাকিব মোল্লা ওই ব্যবসাটির নিয়ন্ত্রণ নেন। এরপর থেকেই ইমতিয়াজ ও সেলিমের সঙ্গে তার বিরোধ চলছিল।
শুক্রবার (১১এপ্রিল) রাতে রাকিব মোল্লা যখন দক্ষিণখানে ছিলেন, তখন ইমতিয়াজ ও সেলিমসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।