ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Scroll
ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা
Scroll
পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা
Scroll
কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
Scroll
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
Scroll
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ- চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ
Scroll
সাবেক সংসদ সদস্য সালেহা খানম মারা গেছেন
Scroll
লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি
Scroll
গাজায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি, মারা গেলেন একই পরিবারের ১২ সদস্য
Scroll
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত একটি ঘটনা’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪২, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৮, ১২ এপ্রিল ২০২৫

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। এ ঘটনায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার বাবুল রেজাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

শনিবার (১২এপ্রিল) ভোরে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দক্ষিণে রেললাইনের ৫১ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) হালিমা খাতুন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা তাৎক্ষণিকভাবে ইঞ্জিন ও মালবাহী ওয়াগন উদ্ধারের কাজ শুরু করেন।

এ বিষয়ে ডিটিও হালিমা খাতুন জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে ছাড়পত্র দেওয়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তদন্তে স্টেশন মাস্টার বাবুল রেজার গাফিলতি পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

এদিকে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। তবে ঈশ্বরদী লোকোমোটিভ রানিং শেড থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তিন ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন ও মালবাহী ওয়াগন উদ্ধার করা হলে সকাল ৭টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন দুটি চলাচলে আধা ঘণ্টা করে বিলম্ব ঘটে।

আরও পড়ুন