শিরোনাম
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৯, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৮, ১৮ এপ্রিল ২০২৫
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন।
এ ঘটনায় বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বাসটি চালক অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে বাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে প্রথমে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কিন্তু চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকেন। এরপর সমষপুর এলাকায় পৌঁছে বাসটি পেছন থেকে আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এর ছাদ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে চালককে বাস থামানোর জন্য অনুরোধ করলেও তিনি তা কর্ণপাত করেননি।
যাত্রীরা আরও জানান, দুর্ঘটনাস্থলের কাছে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখতে পেয়েও চালক ছাদবিহীন চলন্ত বাসটি প্রায় ১০ কিলোমিটার দূরে পদ্মা সেতু উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকায় নিয়ে যান। এ সময় আহত যাত্রীদের বাঁচানোর আকুতি শুনে স্থানীয় জনতা বাসটি আটক করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছেন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি