শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১২, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:০৬, ১৮ এপ্রিল ২০২৫
গ্রেপ্তারকৃত তোতা শেখ। ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযোগে জানা যায়, জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিশুটি গত প্রায় এক সপ্তাহ আগে তার মায়ের সাথে একই ইউনিয়নের রাজারচর কাজী কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে শিশুটি নানা বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সাথে খেলছিল। এ সময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলায় শয়নকক্ষে নিয়ে যায়।
শিশুটি এতে ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এ সময় তোতা শেখ শিশুটির প্রতি যৌন নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পরিবারের লোকজন শিশুটিকে রাস্তায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। অন্য শিশুরা জানায় তাকে তোতা শেখ নিজ বাড়ির দিকে নিয়ে গেছেন। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে।
এরপর শিশুটির মুখে ঘটনার বিবরন শুনে ১৭ এপ্রিল বৃহস্পতিবার শিশুটির নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রতন শেখ বলেন, এসআই রেনুকা আক্তারের নেতৃর্তে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরন করেছে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ