শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৬, ১৮ এপ্রিল ২০২৫
আটককৃত ভুয়া মেজর আমিনুল ইসলাম আপন । ছবি: ঢাকা এক্সপ্রেস
আটক আমিনুল ইসলাম আপন পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের পুত্র। সে বাংলাদেশ বর্ডার গার্ডের একজন বরখাস্ত সৈনিক। তার দেয়া তথ্য মতে তিনি ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনও সেনাবাহিনীর মেজর, কখনো র্যাব বা ইএই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিলেন। অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী তরুণী জানান, আমিনুল মেজর -এই পরিচয়ে দু’জনের মধ্যে ফেসবুকে কথাবার্তা শুরু এবং একপর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ওই তরুণী আরও জানান, এরই মধ্যে গত রমজানে আমিনুল তার কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল। এরই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফরিদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছে। সে কারণে আমরা তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
ঢাকা এক্সপ্রেস/ এসএ