শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪২, ২৩ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নগরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে প্রায় তিন হাজার যানবাহন জব্দ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা বুধবার (২৩এপ্রিল) সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। একপর্যায়ে পুলিশ ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষ ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোড়ে। এসময় চালকরা গলিতে সরে গিয়ে আবার ইটপাটকেল ছুড়ে মারে।
সংঘর্ষের ফলে নগরের ব্যস্ততম আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
রিকশাচালকদের সংগঠন "রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ" এর আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, কোনো কর্মসূচি না থাকলেও সাম্প্রতিক অভিযানে হাজার হাজার রিকশা জব্দ হওয়ায় চালকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন। কোনো নীতিমালা ছাড়াই পুলিশ রিকশা ধরে নিয়ে যাচ্ছে, যা শ্রমজীবীদের জন্য চরম হয়রানি। দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, এখন কথা বলার মতো পরিস্থিতি নেই, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
ঢাকা এক্সপ্রেস/ বিডি