শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৬, ৪ মে ২০২৫
নিহত ইয়াসিনের মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ঢাকা এক্সপ্রেস
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে বাজার সংলগ্ন রাস্তার পাশে কিশোর গ্যাংয়ের হট্টগোল শোনা যায়। হঠাৎ কয়েকজন দিগবিদিক ছোটাছুটি করলে কয়েকজন এগিয়ে গিয়ে দেখে ইয়াছিন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তার বড় ভাইকে খবর দিলে তিনি ইয়াসিনকে দ্রুত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, “প্রাথমিকভাবে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ইয়াছিনের বুকসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।”
ইয়াছিন চার ভাই, চার বোনের মধ্যে পঞ্চম। তার বাবা শহিদুল ইসলামসহ পরিবারের সবাই লাকীবাজার সুমন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ঢাকা এক্সপ্রেস/এনএ