শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০:০৭, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ১০:১০, ১০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সদস্য। এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেপটিক ট্যাংকে একটি মোবাইল ফোন পড়ে গেলে একজন যুবক সেটি তুলতে ট্যাংকে নামেন। পরে তিনি ওঠে না আসায় পরপর আরো চারজন তাকে উদ্ধারে নেমে পড়েন। কিন্তু গ্যাসের বিষক্রিয়ায় একে একে সবাই অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন, সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহতকে আমরা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি। সাধারণত এরকম সেপটিক ট্যাংকে বিষক্রিয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/আরইউ