শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৭, ১১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নেত্রকোণা- ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্পের কমান্ডার শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, আটককৃতদের বাড়ি ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবির টহলদল।
কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় ওই ব্যক্তিদের দেখতে পান। পরে তাদের আটক করে জেলা পরিষদের ডাকবাংলোতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, গত এক সপ্তাহ থেকে ৭বছর সময়কালের মধ্যে তারা কাজ করার জন্য দিল্লীতে গিয়েছিল। দিল্লী পুলিশ তাদের গ্রেফতার ও পরে বিমানে করে প্রথমে আসাম ও বৃহস্পতিবার ভোরের দিকে বাংলাদেশে পাঠায়।
এই নিয়ে নেত্রকোণা সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে মোট ৫৩ জনকে বাংলাদেশে পাঠালো।
ঢাকা এক্সপ্রেস/ইউকে