ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

নেত্রকোণা সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৭, ১১ জুলাই ২০২৫

নেত্রকোণা সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে আরো ২১ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। তাদের মধ্যে দুইজন পুরুষ ও অন্যদের সবাই তৃতীয় লিঙ্গের। বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাদেরকে ওপাড় থেকে এপাড়ে ঠেলে পাঠানো হয়। এর আগে গত ৪ মে জেলার এই সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ।

 নেত্রকোণা- ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্পের কমান্ডার শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, আটককৃতদের বাড়ি ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবির টহলদল।

কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় ওই ব্যক্তিদের দেখতে পান। পরে তাদের আটক করে জেলা পরিষদের ডাকবাংলোতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, গত এক সপ্তাহ থেকে ৭বছর সময়কালের মধ্যে তারা কাজ করার জন্য দিল্লীতে গিয়েছিল। দিল্লী পুলিশ তাদের গ্রেফতার ও পরে বিমানে করে প্রথমে আসাম ও বৃহস্পতিবার ভোরের দিকে বাংলাদেশে পাঠায়।

এই নিয়ে নেত্রকোণা সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে মোট ৫৩ জনকে বাংলাদেশে পাঠালো।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন