ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

বনবিভাগের কর্ণফুলী রেঞ্জের শতবর্ষী বাগান দেখে মুগ্ধ বন সচিব

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫৩, ১১ জুলাই ২০২৫

বনবিভাগের কর্ণফুলী রেঞ্জের শতবর্ষী বাগান দেখে মুগ্ধ বন সচিব

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বনবিভাগের কর্ণফুলী রেঞ্জের শতবর্ষী বাগান এবং রেস্ট হাউজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বৃহস্পতিবার দিনব্যাপী কাপ্তাই জাতীয় উদ্যান, কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের এএনআর বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিটে শতবর্ষী ১৯২৭ সালের সেগুন গাছ দেখে ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান বাংলাদেশের মধ্যে অনেক একটি মনোমুগ্ধকর জায়গা। এর পরিবেশও সুন্দর। এটি বাংলাদেশের সম্পদ। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং বন্যপ্রাণী। পরিবেশের বৈচিত্র্য রক্ষায় এই উদ্যান ভূমিকা রাখছে।

সফরের অংশ হিসেবে এদিন তিনি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) প্রতিষ্ঠান কাপ্তাই এলপিসি ফার্নিচার এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় তিনি কাজের গতি দেখে সকলকে উৎসাহ প্রদান করেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই সামাজিক বনায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়া আগর চাষীরা তাঁদের আগর চাষ মেয়াদ শেষ ও কর্তন বিষয়ে সচিবের সাথে কথা বলেন। সচিব আগর চাষীর বিভিন্ন কথা শুনেন এবং আগর কর্তন বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

পরিদর্শনকালে বিএফআইডিসি যুগ্মসচিব ও অর্থ বিভাগের পরিচালক ড. মাহামুদুর রহমান ভূইয়া রাঙামাটি বন বিভাগের বন সংরক্ষক(সিএফ) আব্দুল আউয়াল সরকার, চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. শাহাদাত হোসেন, রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও সোহেল রানা, কাপ্তাই এলপিসি ইউনিট সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ বন বিভাগের এসিএফ ও রেঞ্জ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন