শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৩, ১১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সফরের অংশ হিসেবে এদিন তিনি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) প্রতিষ্ঠান কাপ্তাই এলপিসি ফার্নিচার এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় তিনি কাজের গতি দেখে সকলকে উৎসাহ প্রদান করেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই সামাজিক বনায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়া আগর চাষীরা তাঁদের আগর চাষ মেয়াদ শেষ ও কর্তন বিষয়ে সচিবের সাথে কথা বলেন। সচিব আগর চাষীর বিভিন্ন কথা শুনেন এবং আগর কর্তন বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
পরিদর্শনকালে বিএফআইডিসি যুগ্মসচিব ও অর্থ বিভাগের পরিচালক ড. মাহামুদুর রহমান ভূইয়া রাঙামাটি বন বিভাগের বন সংরক্ষক(সিএফ) আব্দুল আউয়াল সরকার, চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. শাহাদাত হোসেন, রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও সোহেল রানা, কাপ্তাই এলপিসি ইউনিট সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ বন বিভাগের এসিএফ ও রেঞ্জ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে