ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, হবিগঞ্জে উৎসবের আমেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:২৮, ১৭ মার্চ ২০২৫ | আপডেট: ১২:৩৪, ১৭ মার্চ ২০২৫

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, হবিগঞ্জে উৎসবের আমেজ

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। আর কিছুদিন বাদেই যাকে মাঠে দেখা যাবে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে।  

সোমবার (১৭ মার্চ) সকালে সকাল সাড়ে ১১টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। হামজার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তান।

বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে নেয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে। কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল দেশের কোটি ফুটবল ভক্ত।  

এদিকে হামজার আগমনের খবরে গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ। তাকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন। পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।

হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী বেশ কিছুদিন আগেই দেশে এসেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তাঁর পরিবারের ইচ্ছাতে ঢাকায় নয়, সরাসরি তাঁর গ্রামের বাড়িতে আসছেন হামজা। 

ছেলের আগমন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস মন ছুঁয়ে যাচ্ছে বাবা মোর্শেদ চৌধুরীর। তিনি বলেন, ‘হামজার প্রতি মানুষের এত ভালোবাসা, আমি তা আগে আঁচ করতে পারিনি। তাঁর আগমনকে ঘিরে পুরো দেশ যেন হাসছে।’

স্নানঘাট গ্রামের বাসিন্দা ছারৈক মিয়া বলেন, ‘হামজার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। বিশেষ করে গ্রামের তরুণেরা তাঁকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ জা‌হিদুল ইসলাম ব‌লেন, হামজার আগমন‌কে ঘি‌রে জেলা পু‌লি‌শের পক্ষ থে‌কে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি তা‌কে জেলার নবীগঞ্জ উপ‌জেলা থে‌কে স্কর্ট দি‌য়ে নি‌য়ে আসা হ‌বে তাঁর গ্রা‌মে। এ নি‌য়ে পু‌লিশ ব্যাপক প্রস্তু‌তি নি‌য়ে‌ছে।

বাফুফের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সেই অনুযায়ী হামজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন। এরপর বিশ্রাম শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এরপর সব ঠিক থাকলে মাঠে নামবেন ভারতের বিপক্ষে। যা দেখার অপেক্ষায় এখন লাখো ফুটবলপ্রেমী।

আরও পড়ুন