শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২, ৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:১০, ৭ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
তিনি বলেন, ফল তৈরির কাজ শেষ। আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেই দিনেই ফল প্রকাশ করা হবে।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ এবং ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ছিলেন, যাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ৬৩টি।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
ঢাকা এক্সপ্রেস/আরইউ