শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:০৮, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩৪, ১৯ এপ্রিল ২০২৫
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সিনেমাটি নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করে। তবে এটি নতুন কিছু নয়। বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানায়, গ্যাল গ্যাদত আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকা’তে অন্তর্ভুক্ত। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্রই দেশটিতে মুক্তি পায়নি।
প্রসঙ্গত, ১৯০২ সালে ‘স্নো হোয়াইট’ নিয়ে প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়। এরপর তা এসেছে নির্বাক, সবাক ও অ্যানিমেশন সংস্করণে। আর এবার ডিজনি নতুন করে সেই রূপকথাকে ফিরিয়ে এনেছে বড় পর্দায়।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ