শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৫৫, ৯ মে ২০২৫ | আপডেট: ১৩:৪৭, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের বাসিন্দা থিওডর শিয়েলস। অস্কার তার পোষা বিড়াল। অস্কারের বয়স এখন সাত বছর।
জানা যায়, অল্প বয়স থেকেই অস্কারকে নানা রকম কৌশল শেখানো শুরু করেছিলেন শিয়েলস। শুরু হয় বসতে পারা, কোনো কিছু পাওয়ার জন্য হাত পাতার মতো করে অনুরোধ করা ও ছুড়ে দেওয়া খেলনা নিয়ে আসার মতো কৌশল দিয়ে। দুই বছর বয়স থেকে সেটি দীর্ঘ লাফ দেওয়া শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে বলে জানান শিয়েলস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে শিয়েলস বলেন, শুরুতে অস্কার মাত্র কয়েক ইঞ্চি লাফ দিতে পারত। দ্রুত তার লাফ কয়েক ফুটে গিয়ে পৌঁছায় এবং এরপর এটি হুপের ভেতর দিয়ে লাফাতে শুরু করে।
শিয়েলস জানান, নিজের পোষা প্রাণীর এসব কাণ্ড দেখতে তার খুবই ভালো লাগত, খুব আদুরে মনে হতো। কিন্তু তখনো তার মাথায় বিশ্ব রেকর্ড গড়া নিয়ে সামান্যতম চিন্তা-ভাবনা ছিল না।
তবে রেকর্ড গড়ার প্রচেষ্টা হিসেবে শিয়েলস তার পোষা বিড়ালকে দুই বছর প্রশিক্ষণ দিয়েছেন। বিড়ালটিও অনেক পরিশ্রম করেছে। নিজেকে প্রস্তুত করার পথে অস্কার এক হাজারের বেশি লাফ দিয়েছে।
শিয়েলস বলেন, যখন অস্কার প্রায় পাঁচ ফুট পর্যন্ত লাফাতে শুরু করল, তখনই আমরা প্রথমবার দেখতে শুরু করি যে এ বিষয়ে আসলেই কোনো বিশ্ব রেকর্ড আছে কিনা। খুঁজে আমরা যেটি দেখতে পাই, সেটি ছিল দুই দশমিক তিন মিটার। অর্থাৎ প্রায় সাত ফুট পাঁচ ইঞ্চি। প্রথমেই আমাদের মনে হয়েছিল যে এই রেকর্ড ভাঙা অসম্ভব।
তিনি বলেন, আমরা ঠিক করলাম, আচ্ছা, চেষ্টা করে দেখাই যাক!
দুই বছরের বেশি সময় ধরে শিয়েলস ও অস্কার কঠোর অনুশীলন চালায়। একটু একটু করে অস্কারের লাফের দূরত্ব বাড়তে থাকে। অবশেষে তাদের স্বপ্নের সেই দিন আসে। গত ২৬ ফেব্রুয়ারি অস্কার এক লাফে আট ফুট পাঁচ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ