ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

৪ ভাদ্র ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
জুলাই সনদের কিছু দফায় বিএনপির আপত্তি, জানালেন সালাহউদ্দিন আহমদ
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ: মাইকেল মিলার
Scroll
সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি
Scroll
ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা আসিফ নজরুল
Scroll
জুলাইয়ে ৪৩৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
Scroll
সাত জেলায় ঝড়ের আভাস, কমবে ঢাকার তাপমাত্রা
Scroll
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের ভিডিও ভাইরাল, তদন্তে বাংলাদেশ ব্যাংক
Scroll
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক আয়োজনে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়ালো
Scroll
যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
Scroll
বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস
Scroll
আজ চলচ্চিত্রকার, সাহিত্যিক ও সাংবাদিক জহির রায়হানের ৯১তম জন্মবার্ষিকী
Scroll
‘থ্রি ইডিয়টস’র অধ্যাপক অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকরা ভারতে

বিচিত্র ডেস্ক

প্রকাশ: ১১:৪৬, ১১ ডিসেম্বর ২০২৪

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকরা ভারতে

ভারত জৈন, মুম্বাইয়ের রাস্তায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ভিক্ষা করেছেন। বর্তমানে শহরের অন্যতম ধনী ব্যক্তি তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৭ কোটি ৫০ লাখ কোটি রুপি! ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস–এর প্রতিবেদন অনুসারে, জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে বিবেচনা করা হয়। তিনি মুম্বাইয়ে বেশ কয়েকটি বাড়ির মালিক। এর মধ্যে দুটি ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৪০ লাখ রুপি এবং দুটি দোকান থেকে প্রতি মাসে ভাড়া পান ৩০ হাজার রুপি।

চরম দারিদ্র্য থেকে ধনী হওয়ার এই যাত্রার পেছনে রয়েছে দৃঢ়সংকল্প, কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত আর্থিক ব্যবস্থাপনা। এক অনন্য দর্শনই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

জৈন সাধারণ কোনো ভিক্ষুক নন, তাঁর গল্প আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। ভিক্ষাবৃত্তি শুধুই দারিদ্র্যের চিহ্ন নয় বরং অপ্রচলিত পেশাতেও সাফল্য অর্জন সম্ভব সেটি তিনি দেখিয়েছেন।

জৈনের জীবন দারিদ্র্যে শুরু হয়। তাঁর শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। তবে, কঠোর পরিশ্রম এবং সুযোগ কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তিকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। তাঁর এই পেশায় সফলতা অনেক বেতনভুক্ত ব্যক্তিকেও ছাড়িয়ে গেছে।

জৈন ৪০ বছরেরও বেশি সময় ধরে ভিক্ষাবৃত্তিকে তাঁর আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবহার করেছেন। তিনি মাসে প্রায় ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি আয় করেন। প্রতিদিন তাঁর আয় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত। স্পষ্টত, তাঁর এই আর্থিক সফলতার পুরোটাই মানুষের উদারতার ওপর নির্ভর করে গড়ে উঠেছে।

জৈনের সম্পদ এখন শুধু ভিক্ষাবৃত্তি থেকে আসে না। তিনি বিনিয়োগের ক্ষেত্রে তিনি অত্যন্ত চতুর ও বিচক্ষণ। দুটি ফ্ল্যাট এবং দুটি দোকান রয়েছে তাঁর। থানের দোকান দুটি থেকে মাসিক ৩০ হাজার রুপি ভাড়া আসে। এই সম্পত্তি থেকে পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলেছেন তিনি।

অপ্রচলিত পেশা সত্ত্বেও জৈন তাঁর পরিবারের কল্যাণকেই সব সময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর দুই ছেলে ভালো শিক্ষা পেয়েছেন। এখন পারিবারিক ব্যবসায় তাঁরা ব্যস্ত থাকেন। একটি স্টেশনারি দোকান চালান তাঁরা।

জৈনের ভিক্ষাবৃত্তি সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনন্য। তিনি এটিকে প্রয়োজন নয়, বরং একটি স্বাধীন পছন্দ হিসেবে দেখেন। তিনি তাঁর আয় থেকে মন্দির এবং দাতব্য কাজে দান করে সমাজের প্রতি তাঁর ঋণ শোধ করেন। বোঝাই যায়, তাঁর এই দাতব্য মনোভাব প্রচলিত ভিক্ষুকদের ধারণার বিপরীত।

অবশ্য ভারতবর্ষে জৈনের গল্প অনন্য নয়। ভারতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শিল্পের পর্যায়ে চলে গেছে। এই শিল্পের আকার বহু কোটি রুপি। এক হিসাবে পাওয়া যায়, ভারতের ভিক্ষাবৃত্তি শিল্পের আকার প্রায় ১ দশমিক ৫ লাখ কোটি রুপি! অনেক ভিক্ষুক উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ গড়েছেন।

ইকোনমিক টাইমস–এর প্রতিবেদন অনুসারে, সম্ভাজি কালের ১ দশমিক ৫ কোটি রুপি এবং লক্ষ্মী দাসের ১ কোটি রুপি সম্পদ রয়েছে। এই দুজনের মতো আরও কোটিপতি নয়তো অন্তত লাখোপতি ভিক্ষুক রয়েছেন। ভারতের একটি সমৃদ্ধ গোপন অর্থনীতি বলা যায় এটিকে। ভিক্ষাবৃত্তি নিঃসন্দেহে এখানে লাভজনক ব্যবসা হয়ে উঠেছে।

জৈনের সাফল্যের গল্প অনুপ্রেরণাদায়ক হলেও, ভিক্ষাবৃত্তির একটা অন্ধকার দিকও রয়েছে। অনেক ভিক্ষুক, বিশেষ করে দুর্বল ব্যক্তিরা, সংগঠিত অপরাধ চক্রের হাতে শোষিত ও নির্যাতিত হন। সরকার এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করলেও, এর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ যেমন: জরিমানা এবং গ্রেপ্তারের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়নি।

আরও পড়ুন