ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৮, ২১ এপ্রিল ২০২৫

বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নেবে সরকার

ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশের চিকিৎসা খাতে সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (২১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো যৌথভাবে পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

নূরজাহান বেগম জানান, দেশে চিকিৎসকের ঘাটতি এখনও গুরুতর পর্যায়ে রয়েছে। তবে বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন করে দুই হাজার চিকিৎসক নিয়োগের মাধ্যমে এ ঘাটতি কিছুটা হলেও পূরণ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এদিকে, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, রেলওয়ে হাসপাতালগুলো বর্তমানে শুধুমাত্র রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্মুক্ত। সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ভবিষ্যতে সাধারণ মানুষেরাও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে পারবে। তবে, এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।  

আরও পড়ুন