ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

জনসাধারণের জন্য উন্মুক্ত রেলওয়ের ১০ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১০, ২১ এপ্রিল ২০২৫

জনসাধারণের জন্য উন্মুক্ত রেলওয়ের ১০ হাসপাতাল

ছবি: সংগৃহীত

সেবা কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে রেলওয়ের ১০টি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ লক্ষ্যে সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। 

প্রাথমিক কিছু প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর রেলওয়ের এই হাসপাতালগুলো সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য খুলে দেওয়া হবে। বর্তমানে শুধু রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন।

চুক্তিতে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

চুক্তি অনুযায়ী, হাসপাতালগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুই সচিবের নেতৃত্বে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রেল উপদেষ্টা জানান, হাসপাতালগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষও সুচিকিৎসার আওতায় আসে।  

আরও পড়ুন