শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৫, ১০ জুলাই ২০২৫
সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাইকোর্টের আদেশ মোতাবেক অপু বিশ্বাস তার আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন।’
অপু বিশ্বাসের পক্ষে আইনজীবী আবুল বাশার কামরুল জানান, ‘ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ প্রায় শেষ। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তিনি বিচারিক আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব।’
২০২৫ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সে সময় তাদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ উঠে। এতে এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন।
এই মামলায় জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ অন্তত ১৭ জন শিল্পী ও তারকাকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে সরকারি দলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আন্দোলন দমন করতে আর্থিক সহায়তা দিয়েছেন।
এই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন তাকে কারাগারে পাঠানো হয় এবং ২০ মে তিনি জামিনে মুক্তি পান। এখন এই মামলায় উচ্চ আদালতের জামিন শেষে বিচারিক প্রক্রিয়ায় ঢুকছেন অপু বিশ্বাস।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ