ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরাতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২১, ১১ জুলাই ২০২৫

পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরাতে চায় ইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় পরিবর্তনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি এবার পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে দিতে চায় ইসি।

শুধু তাই নয়—প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থা। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক দীর্ঘ কমিশন সভা শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান— প্রবাসী ভোটাররা এবার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আর ভোটে গুরুতর অনিয়ম হলে শুধু একটি কেন্দ্র নয়, পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা ফেরত পেতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে।

সানাউল্লাহ বলেন, এই ক্ষমতা একসময় কমিশনের ছিল, পরে সেটি বাতিল করা হয়। এবার তা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশনের আরেকটি বড় সিদ্ধান্ত—কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার করা হবে না। জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন, সবখানে ব্যালট পেপারে ভোট হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ইসি বলছে, বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। প্রার্থীদের হলফনামা নিয়েও এসেছে নতুন নিয়ম। এবার থেকে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তার ঘোষণা এবং সনদ জমা দিতে হবে। এছাড়া ফৌজদারি মামলার ইতিহাসও দিতে হবে পুরো জীবনভর, কেবল সাম্প্রতিক তথ্য নয়।

নির্বাচন কমিশনের নিজস্ব প্রশাসন কাঠামো ও নিয়োগের জন্যও আসছে ‘নির্বাচন কমিশন সার্ভিস আইন’। দল নিবন্ধনের জন্য যাচাই-বাছাই শেষ হয়েছে, খসড়া তালিকা তৈরি করা হয়েছে, যারা শর্ত পূরণ করেনি তাদের সময় দেওয়া হবে ১৫ দিন।

সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ, ভোটার তালিকা হালনাগাদ এবং এনআইডি সংশোধনের কাজও এখন চূড়ান্ত পর্যায়ে। এ ছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে কমিশন গঠন করেছে ৫টি সমন্বয় ও তদারকি কমিটি। কমিশনারদের নেতৃত্বে এসব কমিটি দেখবে— আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন, ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ, প্রবাসী ভোট, নির্বাচনী অনিয়ম তদন্ত

এমনকি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নিয়েও কাজ করবে আলাদা কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন নিজেকে ঢেলে সাজানোর পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে আরও স্বচ্ছ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন