শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪০, ২০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
ভুক্তভোগী তরুণী গত ১০ জুলাই খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয় শনিবার।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার শুরু ২০২৪ সালে, তামিমের পরিবারের পক্ষ থেকে ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া হলে তরুণীর পরিবার তা গ্রহণ করে। এরপর গত ৭ জুন তামিম তরুণীকে কাপড় কিনে দেওয়ার কথা বলে একটি শপিং মলে নিয়ে গিয়ে ড্রেসিং রুমে গোপনে ছবি তোলে। পরে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়েও আপত্তিকর ছবি তোলে।
পরিবার বিষয়টি জানতে পেরে বিয়েতে অসম্মতি জানালে তামিম হুমকি দিতে থাকে। তরুণী জানান, ২৬ জুন তার এক অস্ট্রেলিয়া প্রবাসী যুবকের সঙ্গে বিয়ে হয়। ২৭ জুন রাতে তামিম তার বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং এরপর তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করেন। ফেক ফেসবুক আইডি ও টিকটকসহ বিভিন্ন মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তামিম অর্থও দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে