ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

শরীয়তপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:১৮, ২৯ জুলাই ২০২৫

স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় স্ত্রী সোনাবান বিবি (৬৪) নামের এক বৃদ্ধাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘাতক স্বামী করিম মুন্সীকে (৭২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম। এর আগে গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার রাতের কোন এক সময় স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র- শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সীর বিরুদ্ধে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে জাজিরা থানা পুলিশ নিহতর মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে গোপালপুর এলাকা থেকে ঘাতক স্বামী করিমকে আটক করে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় করিমকে আটক করা হয়েছে। কি কারণে শাবল দিয়ে কুপিয়ে সোনাবানকে মারা হয়েছে, তা এখও জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে স্বামী-স্ত্রীর মধ্যে কি হয়েছিল।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন