ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণণ্ড, নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৫, ৭ এপ্রিল ২০২৫

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণণ্ড, নারীর মৃত্যু

আজ সোমবার (৭এপ্রিল) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাইশা টাওয়ার নামের একটি বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেয়। এসময় উদ্ধার কাজে অংশ নেওয়া অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়।

স্থানীয়রা জানান, পাঁচতলাবিশিষ্ট এই ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, এবং ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।  

এ ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। তবে এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এটা ধোঁয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপণ ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে ।’
 

আরও পড়ুন