ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৭, ১৮ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৮:২৫, ১৮ অক্টোবর ২০২৪

টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে আলী হোসেন নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজার চেষ্টা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার চেষ্টা এখনও চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংকের কর্মীরা হাউসবোট ভাড়া করে হাওরে ভ্রমণে যান। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় পৌঁছান কয়েকজন। এসময় আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান , হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম জানান, নিখোঁজ আলী হোসেন জনতা ব্যাংকে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত। আমরা প্রশাসনের সবাই ঘটনাস্থলে আছি। ডুবুরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছেন। 

আরও পড়ুন