ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:২৬, ১৬ এপ্রিল ২০২৫

২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান

শহীদ পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক । ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারকে ৪২ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক আয়োজনে শহীদ পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জেলার প্রতিটি শহীদের ছবি সম্বলিত নামফলকের স্মৃতিস্তম্ভ নির্মাণ, মামলা পরিচালনায় সরকারিভাবে সহায়তা এবং শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, তাদের আন্দোলন সফল হয়েছে। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। তারা যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হবে তাদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার এবং জেলা প্রশাসন।”

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রয়হান।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন