ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Scroll
ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা
Scroll
পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা
Scroll
কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
Scroll
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
Scroll
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ- চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ
Scroll
সাবেক সংসদ সদস্য সালেহা খানম মারা গেছেন
Scroll
লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি
Scroll
গাজায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি, মারা গেলেন একই পরিবারের ১২ সদস্য
Scroll
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত একটি ঘটনা’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

দাঁড়িয়ে থাকা ট্রাক উল্টে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৪, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ১৮ এপ্রিল ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাক উল্টে নিহত ১

নিহত আশরাফুল শিকারপুর গ্রামের বাসিন্দা । ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের কালীগঞ্জে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সার বোঝাই ট্রাক উল্টে আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন। সে সময় হঠাৎ ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।

ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া কিছুক্ষণ পর একজনের মরদেহ আনা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, একটি বিকল হয়ে যাওয়া ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। আর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন