ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৫ বাংলাদেশি আটক 

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১:০৫, ১৮ এপ্রিল ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৫ বাংলাদেশি আটক 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে মহেশপুরে সীমান্তের কুসুমপুর, বাঘাডাংগা, লাড়াইঘাট এবং শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আককৃতদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রারেম সসীম গোলদারের ছেলে চিরঞ্জিত গোলদার(২৬), নড়াইল জেলার কালিয়া থানার মুহাম্মদপুর গ্রামের ইমন সিকদারের ছেলে কামাল সিকদার(৩০), গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার গোপালপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে রহমান বেপারি (৫১), যশোর জেলার ঝিকরগাছা গ্রামের বিষহরি গ্রামের জগবুন্দ ঘোষের ছেলে সুভাষ ঘোষ (৫৯), খুলনা জেলার বটিয়াঘাটা থানার ভান্ডারকোট গ্রামের আমীর মোল্লার ছেলে সেলিম মোল্লা (৫৮), যশোরের কেশবপুর থানার সন্ন্যাসগাছা গ্রামের মনোরঞ্জণ ঘোষের ছেলে পরিতোষ কুমার ঘোষ (৬০), চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার পাহাড়তলী গ্রামের ললিতের ছেলে মো: দুলাল (৫৩)। আককৃতদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুসুমপুর, বাঘাডাংগা, লাড়াইঘাট ও শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন