শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫০, ২০ এপ্রিল ২০২৫
ভষ্মিভূত গোয়ালঘর । ছবি: ঢাকা এক্সপ্রেস
ভুক্তভোগী কৃষক খলিল কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মেঝো ভাই।
ভুক্তভোগী খলিল জানান, গোয়ালঘরে ৩টি গরু ছিল। শনিবার (১৯ এপ্রিল) রাতে খড় দিয়ে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে আগুন জ¦লতে দেখেন। এতে চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিভলেও এর আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে থাকা তার ৩টি গরুই পুড়ে মারা যায়।
তিনি বলেন, আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। ধারণা করা হচ্ছে- চোরের দল গরুগুলো চুরি করতে এসেছে। কিন্তু চুরি করতে না পেরে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে গরুগুলোকে হত্যা করা হয়েছে। ঘরটি পুরো ছাই হয়ে পড়ে আছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ