শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৭, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:১৯, ২০ এপ্রিল ২০২৫
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ব্যারিস্টার কামরুজ্জামান । ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমানের আইন উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার কামরুজ্জামান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের বর্নের মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোন অবস্থান নাই, আমরা সকলে বাংলাদেশি, সংবিধান অনুযায়ী আমাদের সকলের অধিকার সমান।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উল্লেখ করে হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদের উপরে হামলা, নির্যাতন করে বা চাঁদা দাবী করে, আপনারা সঙ্গে সঙ্গে তাদের আটক করে আইনের হাতে তুলে দিবেন। বিএনপি আপনার সঙ্গে আছে থাকবে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ ও সাহসী আদর্শ মানুষ। তিনি তার সততা ও আদর্শ দিয়ে দেশ ও জনগণের সেবা করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজিবন জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করেছেন।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে শুধু একনায়কতন্ত্র নয়, এক ব্যাক্তি কেন্দ্রিক একটি ফেসিস্ট সরকার রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটের অধিকারসহ সকল রাষ্ট্রিয় অধিকার কেড়ে নিয়েছিল। জনগনের ভোটের অধিকারসহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৭ বছর থেকে লড়াই সংগ্রাম করে আসছে । জনগনের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষনা করছে। সেই কর্মসূচি বাস্তবায়ন হলেই সকল জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে, এজন্য তিনি সকলকে বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, সন্ত্রাসীদের ভয় পাওয়ার কিছু নাই, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বিএনপি, তাই বিএনপি ধর্মিও সংখ্যালঘুদের পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, ১৯৯১ থেকে ১১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্বিযন্ত বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় হিন্দু ধর্মাবলম্বীরা সকলে নিরাপদ ছিল, একইভাবে আপনারা এখনো নিরাপদে থাকবেন। কেউ আপনাদের ক্ষতি করতে পারবেনা, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।
মতবিনিময় সভায় ফুলবাড়ী উপজেলা ব্রাম্মন সংগঠনের সভাপতি শ্রী শিবায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু’র সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সরকারী কলেজের প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি নজমুল হক নাজিম, সহ-সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট্র ব্যবসায়ী ও সমাজ সেবক আনান্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী কেন্দ্রিয় কালি মন্দির কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত, মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর হারান দত্ত, শিক্ষক অমল চন্দ্র প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ অংশ গ্রহন করেন।
ঢাকা এক্সপ্রেস/ এসএ