শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২১:২০, ২০ এপ্রিল ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের অপহরণ করার মত এত জঘন্য ও নোংরা কাজের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ১৬ এপ্রিল তাদেরকে অপহরণ করা হলেও, আজ পাঁচ দিন পর্যন্ত তাদের কোন হদিস পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন তাদের উদ্ধারে অভিযান চলমান আছে বললেও আমরা তার দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। পার্বত্য চট্টগ্রামে অপহরণের এই নোংরা রাজনীতি কবে বন্ধ হবে?
বক্তারা আরো বলেন, শুধু পার্বত্য চট্টগ্রামেই নয়, ধর্ষকদের কালো হাত আজ সারা বাংলাদেশে বিস্তৃত। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে মোট ৯৬টি ধর্ষণ হয়েছে সারাদেশে, যারমধ্যে ৪৬ জনই শিশু। অথচ ধর্ষণের ঘটনা বারবার ঘটলেও প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতিই ধর্ষকদের ধর্ণণে সাহস যোগাচ্ছে।
অনতিবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অক্ষত উদ্ধার ও ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ