ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

কিশোরগঞ্জে পালাতক ৪ আওয়ামী লীগ নেতা আটক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০:১৩, ২১ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে পালাতক ৪ আওয়ামী লীগ নেতা আটক

আটককৃত চার আওয়ামী লীগ নেতা । ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর কিশোরগঞ্জে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে থাকা আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার পর (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার পুটিমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. ছদর উদ্দিন, পিতা- মৃত- বদিউজ্জামান, নিতাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ারুল ইসলাম। তিনি স্থানীয় ইউপি সদস্য। সে পানিয়াল পুকুর গ্রামের মৃত আশরাফ আলী ছেলে। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের  সভাপতি খোকন ও আওয়ামীলীগ নেতা নুর হোসেন।

পুলিশ জানিয়েছে, এ চার নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডারবাজি, হত্যা চেষ্টা, দলীয় কোন্দলে সহিংসতা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশের একটি বিশেষ দল একযোগে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, “তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালাই। তাদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন