ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪০, ২৩ এপ্রিল ২০২৫

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনো একসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন।

তবে ঠিক কোন ট্রেনের নিচে তারা কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন