ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১, ২৩ এপ্রিল ২০২৫

সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ডাকাতির পর ঘরের অবস্থা । ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামের প্রবাসী টিপু সুলতানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসী টিপু সুলতানের বাবা আইনুদ্দিন শেখ জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকাতদল ঘর থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেছে টিপু সুলতানের পরিবার।

তবে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ ধরনের ডাকাতির ঘটনা ঘটলে তারা তো রাতেই আমাকে জানাতো। তারপরও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন