ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

বন্ধুকে পুলিশে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৬, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৩২, ৩০ এপ্রিল ২০২৫

বন্ধুকে পুলিশে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়। ছবি: সংগৃহীত 

কথায় আছে “বিপদে বন্ধুর পরিচয়।” কিন্তু যদি বন্ধু-ই বিপদে ফেলে সুবিধা আদায় করে, তখন সেই প্রবাদের গুরুত্ব কোথায় যায়। এমনই এক ঘটনা ঘটেছে নেত্রকোণার দুর্গাপুরে। দুর্গাপুরে পুলিশ ডেকে বন্ধুকে ‘ছাত্রলীগ’বলে ধরিয়ে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ দুর্জয় নামে ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুর্জয় (২৪) দুর্গাপুর উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। 

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নেত্রকোণা শহরে বসবাস করা ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সাথে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিক হয়। এ অবস্থায় তারা সোমবার দুর্গাপুরে ঘুরতে যায়। 

তিনি বলেন, “ওই ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা ফয়সালের কথামতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কলেজছাত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ছাত্রদল নেতা ফয়সাল পুলিশ ডেকে তার বন্ধুকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত দাবি করে দ্রুত গ্রেপ্তার করতে বলেন। তখন পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন।” 

ওসি মাহমুদুল হাসান জানান, ওই ছাত্রকে আটকের সময়ই তার হবু স্ত্রীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন ছাত্রদল নেতা ফয়সাল। পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। 

এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়। সর্বোচ্চ আধঘণ্টা সময়ের মধ্যে পুরো ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ। 

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ছাত্রদল নেতা ফয়সালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এ ছাড়া, মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির কোনো অপকর্মের দায় দল বহন করবে না।” 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন