যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৩, ৭ মে ২০২৫
এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনার মূল হোতা মো. মুন্না হাসানকে (৩৫) গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা শাখা (ডিবি)। ছবি: ঢাকা এক্সপ্রেস
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বেজগাঁও যাত্রী ছাউনি এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাককে থামায় একটি ডাবল কেবিন গাড়িতে করে আসা ডাকাত দল। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা ট্রাকচালক ও হেলপারকে জোরপূর্বক নামিয়ে হ্যান্ডকাপ পরায়। এরপর ট্রাকটিতে মাদক আছে দাবি করে সেটিকে থানায় নিয়ে যাওয়ার নাম করে নিজেদের দখলে নিয়ে নেয় এবং চালক ও হেলপারকে ডাবল কেবিনে তুলে নেয়।
পথে তাদের জোর করে মাদক মিশ্রিত জুস পান করানো হয় এবং অচেতন অবস্থায় মুন্সিগঞ্জের একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর শ্রীনগর থানায় একটি মামলা দায়ের হলে, পুলিশ তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানতে পারে, অভিযুক্তদের একজন যশোর জেলায় অবস্থান করছে।
এর পরিপ্রেক্ষিতে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞার নেতৃত্বে একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে যশোর সদর থানার মন্ডলগাতি এলাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুন্না হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মুন্না হাসান যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের লেদু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মুন্না হাসান একজন পেশাদার অপরাধী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে দলের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।
ঢাকা এক্সপ্রেস/এনএ