শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৪, ২ জুলাই ২০২৫
স্থানীয়রা জানান, রাত ৮টা থেকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে। মুহূর্তেই যশোরের সঙ্গে বেনাপোল ও দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রাথমিকভাবে স্থানীয়রা দা ও কুড়াল দিয়ে ডালপালা কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণে কাজ শুরু করে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি এবং দ্রুত গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, দ্রুত উদ্ধার কাজের ফলে মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঝড়বৃষ্টির সময়ে মহাসড়কে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএক্স/এসকে