ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

যশোরে শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৬, ২ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:০৭, ২ জুলাই ২০২৫

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন যশোরসহ চার জেলার শতাধিক শিক্ষক ও অভিভাবক। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, যশোর শাখা-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ নেন যশোর জেলার আট উপজেলা ছাড়াও ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিনিধিরা। তাঁরা ‘দাবি মোদের একটাই, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই’, ‘অবহেলা নয়, ন্যায্য অধিকার চাই’ এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, শিক্ষানীতির পূর্ণ বাস্তবায়নে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য অথচ তারা সবচেয়ে অবহেলিত। সরকারি আশ্বাস বহুবার এলেও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এখনও এমপিওভুক্ত হয়নি, ফলে শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

সংগঠনের যশোর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান, শুধু যশোর জেলায় ৭৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থী ও ১২ শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন। অথচ সরকারি স্বীকৃতি ও আর্থিক সহায়তার অভাবে তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

শার্শার নাভারণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু বক্কর, যিনি নিজেই পঙ্গু, তিনি বলেন, আমার পা নেই তাই জানি প্রতিবন্ধীদের জীবন কত কষ্টের। নিজের জমিতে বিদ্যালয় গড়েছি, সরকার স্বীকৃতি দিলেও এমপিও দেয়নি।

এক অভিভাবক শহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার প্রতিবন্ধী সন্তান বোঝা হয়ে থাকতে চায় না। সরকার যেন তাদের সম্মান ও সুযোগ দেয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দড়াটানা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সভাপতি রাজু আহমেদ, সহসভাপতি আব্দুল সালাম, সহসম্পাদক মুক্তারুজ্জামান ও প্রচার সম্পাদক মমতাজ খাতুন।

ডিএক্স/এসকে

আরও পড়ুন