ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

নয় বছর বয়সী শিশুকে মাদ্রাসা শিক্ষকের নিপীড়ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:০৭, ২ জুলাই ২০২৫

নয় বছর বয়সী শিশুকে মাদ্রাসা শিক্ষকের নিপীড়ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ছোট চৌহালী গ্রামে এক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক কর্তৃক নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় জনসাধারণ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অভিযুক্ত শিক্ষক হেলাল উদ্দিন ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৫ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে এই অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি নিকটবর্তী নাঙ্গলমোড়া গ্রামের একজন প্রবাসীর সন্তান।

ঘটনার পরিপ্রেক্ষিতে ২ জুলাই (বুধবার) দিনব্যাপী ছোট চৌহালী গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শত শত এলাকাবাসী এতে অংশ নিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন।

প্রতিবাদে অংশ নেওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ সমাজে শিশুদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। ন্যায়বিচার না হলে ভুক্তভোগীরা সাহস হারিয়ে ফেলবে।”

এ বিষয়ে জানতে চাইলে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনারুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।”

এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক এবং অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন