শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:০৭, ২ জুলাই ২০২৫
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৫ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে এই অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি নিকটবর্তী নাঙ্গলমোড়া গ্রামের একজন প্রবাসীর সন্তান।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২ জুলাই (বুধবার) দিনব্যাপী ছোট চৌহালী গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শত শত এলাকাবাসী এতে অংশ নিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন।
প্রতিবাদে অংশ নেওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ সমাজে শিশুদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। ন্যায়বিচার না হলে ভুক্তভোগীরা সাহস হারিয়ে ফেলবে।”
এ বিষয়ে জানতে চাইলে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনারুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।”
এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক এবং অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ