ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

বিটিআরসির প্রস্তাবিত টেলিকম নীতিমালায় উদ্বেগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৪, ৩ জুলাই ২০২৫

বিটিআরসির প্রস্তাবিত টেলিকম নীতিমালায় উদ্বেগ বিএনপির

‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’–বিষয়ক প্রস্তাবিত নীতিমালায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, এই খসড়া নীতিমালায় দেশের বড় মোবাইল অপারেটরদের একচেটিয়া সুবিধা নিশ্চিত করা হয়েছে, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নীতিমালার কিছু ইতিবাচক দিক থাকলেও এটি মূলত বড় করপোরেট স্বার্থকে প্রাধান্য দেয়। এতে স্থানীয় প্রযুক্তি খাত ও সাধারণ ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে।

ফখরুল আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে তড়িঘড়ি করে এমন একটি গুরুত্বপূর্ণ খাতের নীতিমালা চূড়ান্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নীতিমালা তখনই যৌক্তিক হয়, যখন তা আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে তৈরি করা হয়।

বিএনপির অভিযোগ, প্রস্তাবিত নীতিমালায় একদিকে যেমন বাজারে বড় কোম্পানিগুলোর আধিপত্যের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কোণঠাসা হয়ে পড়বেন। এতে স্থানীয় পর্যায়ের ডিজিটাল উদ্যোগ ব্যাহত হতে পারে।

খসড়ার আরেকটি দুর্বলতা হিসেবে বিএনপি দেখছে বিদেশি মালিকানা ও ক্রস-ওনারশিপ সংক্রান্ত অস্পষ্টতা। এছাড়া লাইসেন্স ফি ও শর্তাবলিও অনির্ধারিত রাখা হয়েছে, যা ভবিষ্যতে স্বেচ্ছাচারিতার সুযোগ সৃষ্টি করতে পারে।

মির্জা ফখরুল বলেন, এই নীতিমালা কার্যকর করার আগে তা নিয়ে বিস্তৃত আলোচনা, অংশগ্রহণমূলক সংলাপ এবং প্রভাব বিশ্লেষণ অত্যন্ত জরুরি। না হলে এই খাতটি অসম প্রতিযোগিতার ফাঁদে পড়বে, যা ডিজিটাল বৈষম্য আরও বাড়িয়ে দেবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তির নামে যদি বড় করপোরেট স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়, তাহলে সাধারণ জনগণ ও দেশীয় প্রযুক্তি খাত দীর্ঘমেয়াদে চরম ক্ষতির সম্মুখীন হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন