শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৫, ২ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:২২, ২ জুলাই ২০২৫
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৯ জন মাদ্রাসাছাত্র একটি ছোট নৌকায় করে চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় ৩ শিক্ষার্থী। ওইদিন দুপুরে ১৫ বছর বয়সী ছাত্রী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরের দিন ভোরে নিখোঁজ শিশুদের স্বজনরা নৌকা নিয়ে নদীতে অনুসন্ধান চালান। একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে মরদেহ দুটি ভেসে উঠলে সেগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের স্থান প্রায় দুই কিলোমিটার দূরে ছিল।
পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্বজনরা তা উদ্ধার করেন। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীই একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল। স্থানীয়দের দাবি, নদী পারাপারে নিরাপত্তা ও উপযুক্ত নৌযান না থাকার কারণে প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
ডিএক্স/এসকে