ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ব্রহ্মপুত্রে নৌকাডুবি

নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৫, ২ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:২২, ২ জুলাই ২০২৫

নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের পাগলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার দুই শিশু শিক্ষার্থীর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করে তাদের স্বজনরা। নিহত দুই শিশু হলো পাকুন্দিয়ার বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। 

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৯ জন মাদ্রাসাছাত্র একটি ছোট নৌকায় করে চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় ৩ শিক্ষার্থী। ওইদিন দুপুরে ১৫ বছর বয়সী ছাত্রী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরের দিন ভোরে নিখোঁজ শিশুদের স্বজনরা নৌকা নিয়ে নদীতে অনুসন্ধান চালান। একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে মরদেহ দুটি ভেসে উঠলে সেগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের স্থান প্রায় দুই কিলোমিটার দূরে ছিল।

পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্বজনরা তা উদ্ধার করেন। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীই একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল। স্থানীয়দের দাবি, নদী পারাপারে নিরাপত্তা ও উপযুক্ত নৌযান না থাকার কারণে প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

ডিএক্স/এসকে

আরও পড়ুন