ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৭, ১১ জুলাই ২০২৫

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা 

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির নাম লাল চাঁদ ওরফে সোহাগ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়—রক্তাক্ত, প্রায় বস্ত্রহীন অবস্থায় সোহাগের দেহকে টেনে ফটকের সামনে আনা হয়। এরপর একাধিক যুবক তাকে নির্মমভাবে মারধর করে। কেউ তার গালে চড় মারছে, কেউ বুকের ওপর লাফ দিচ্ছে, আবার কেউ মাথায় লাথি মারছে। হত্যার পরও মৃতদেহের ওপর চালানো হয় এই বর্বরতা।

ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি। এমনকি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ক্যাম্প কাছেই থাকলেও তাদেরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন্স) এস এন নজরুল ইসলাম বলেন, “এমন বীভৎসতা আমরা আগে দেখিনি। তরুণদের একটি অংশ ভয়ংকরভাবে সহিংস হয়ে উঠছে। সমাজে শৃঙ্খলা ভেঙে পড়লে ভবিষ্যৎ আরও অন্ধকার।”

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েকজন যুবক সোহাগকে বুধবার দুপুরে ডেকে নেয়। পরে সন্ধ্যায় তাকে মিটফোর্ড এলাকায় হত্যা করা হয়।

সোহাগ পুরোনো তার, অ্যালুমিনিয়াম শিটসহ বিভিন্ন ধরণের ভাঙাড়ি মালামালের ব্যবসা করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়।

সোহাগের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বলছে, হত্যায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/বিডি

আরও পড়ুন