ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে নতুন প্রেমে এলি আভরাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৩, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৩১, ১৪ জুলাই ২০২৫

হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে নতুন প্রেমে এলি আভরাম

ছবি: সংগৃহীত

অবশেষে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী এলি আভরাম। এবার তার নাম জড়িয়েছে ইউটিউব সেনসেশন আশিস চঞ্চলানীর সঙ্গে। শোনা যাচ্ছে, ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী নাকি আশিসের সঙ্গে প্রেমে মশগুল। স্বাভাবিকভাবেই পুরোনো সম্পর্কের গল্পও নতুন করে ঘুরে ফিরছে চর্চায়।

একসময় এলির সঙ্গে ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সম্পর্কের গুঞ্জনও তুমুল শোরগোল তুলেছিল বিনোদন মহলে। প্রকাশ্যে তারা কখনোই প্রেমের কথা স্বীকার করেননি, তবে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। বিদেশ ভ্রমণ থেকে পার্টি- সবখানেই হার্দিকের পাশে ছিলেন এলি। এমনকি হার্দিকের ভাই ক্রুনাল পাণ্ডিয়ার বিয়েতেও অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি।

তখনই গুঞ্জন পাকাপোক্ত হয়েছিল, দু’জনের মধ্যে কেবল বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আছে।

তবে সেই সম্পর্ক শেষ হয়েছিল চুপিসারেই। ২০১৯ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হার্দিক পাণ্ডিয়ার বিতর্কিত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। নারীবিদ্বেষী কথাবার্তা আর মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন এলি নিজেই।

সাফ জানিয়েছিলেন, যেভাবে একসময় হার্দিককে দেখতেন, সেই চেনা মানুষ আর নেই তার কাছে।

এদিকে হার্দিকের জীবনও থেমে থাকেনি। অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি। দু’জনের বাগদান হয় ২০২০ সালে। একই বছর এলি এক রহস্যময় পোস্ট করেছিলেন, এবার নিজের দেবদূত নিজেই হয়ে উঠো।

যে পোস্ট নিয়ে জল্পনা আরো বাড়ে। অনেকে ধরেই নেন, হার্দিক-নাতাশার বাগদানের প্রতিক্রিয়াতেই এই বার্তা। যদিও এলি সাফ জানিয়েছিলেন, পোস্টের সঙ্গে হার্দিকের কোনো যোগ নেই।

বর্তমানে হার্দিক ও নাতাশার দাম্পত্য সম্পর্কও ভেঙে গেছে। গত বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। একমাত্র ছেলে অগস্ত্যকে নিয়ে এখন আলাদা জীবন গড়েছেন নাতাশা। আর নতুন প্রেমের গুঞ্জনে ফের আলোচনায় এলি আভরাম। এবার আর ক্রিকেটার নয়, ইউটিউবারের সঙ্গেই গুঞ্জন! বিপরীতে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন নিজের ক্রিকেট জগত নিয়ে। এখনো নতুন কারো সঙ্গে জড়ানোর খবর নেই এই ক্রিকেটারকে ঘিরে। 

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন