শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:১৪, ১৭ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত, প্রতীকী
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসির পোসো এলাকা, যেখানে প্রচণ্ড কম্পন অনুভূত হয় এবং আশপাশের জেলাগুলোতেও এর প্রভাব পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ দেশ। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প, অগ্ন্যুত্পাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। ২০০৯ সালে দেশটির পাদাং শহরে ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে এক হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তখন হাজারো মানুষ আহত হন এবং অসংখ্য বাড়িঘর ও স্থাপনা ধসে পড়ে।
সাড়ে ২৭ কোটিরও বেশি মানুষের বসবাস এশিয়ার এই বৃহত্তম দ্বীপদেশে। সুলাওয়েসির সাম্প্রতিক ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা ইন্দোনেশিয়ার মানুষের দৈনন্দিন জীবন কতটা অনিশ্চিত।
সূত্র: রয়টার্স
ঢাকা এক্সপ্রেস/ইউকে