শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৩১, ১৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:৩২, ১৩ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একটি জয় পেয়ে নবম স্থানে উঠেছিল টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের সিরিজ হারের পর র্যাঙ্কিংয়ে ফের অবনতি ঘটে, জায়গা ছেড়ে দিতে হয় ক্যারিবিয়ানদের কাছে। ফলে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে এখন নানা সমীকরণের মুখোমুখি বাংলাদেশ।
২০২৭ বিশ্বকাপে ১৪ দল অংশ নেবে। এর মধ্যে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক কোটায় নিশ্চিত জায়গা পাবে। র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি খেলবে মূল পর্বে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ছয়ে আছে। তারা যদি সেরা আটে থেকে স্বাগতিক কোটায় জায়গা নেয়, তবে নবম স্থানেও সরাসরি খেলার সুযোগ মিলবে। কিন্তু প্রোটিয়ারা সেরা আটের বাইরে চলে গেলে নবম স্থানের দলকেও বাছাই পর্ব খেলতে হবে।
বিশ্বকাপের সরাসরি যোগ্যতা নির্ধারণ হবে ২০২৭ সালের ৩১ মার্চের র্যাঙ্কিং অনুযায়ী। ততদিনে বাংলাদেশ খেলবে ২৬টি ওয়ানডে। এর মধ্যে ১১টি ম্যাচ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বিপক্ষে। এসব ম্যাচে জিতলে র্যাঙ্কিং অগ্রগতি হবে সামান্য, কিন্তু হারলে ক্ষতি হবে বড়।
দুই বছর আগেও এই ফরম্যাটে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে ৩৫ ম্যাচে ২১ জয় পায় দলটি। কিন্তু শেষ দুই বছরে ৩৪ ওয়ানডেতে জয় এসেছে মাত্র ৯টিতে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে বোলিং বিভাগে—শেষ ১৫ ম্যাচের মধ্যে ১১ বারই রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে টাইগাররা।
ঢাকা এক্সপ্রেস/এসএআর