শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪৫, ১৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৪, ১৮ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
ঢাকায় কয়েকদিন স্কিল অনুশীলনের পর আজ সোমবারের (১৮ আগস্ট) অনুশীলন হঠাৎ করেই বাতিল করা হয়েছে। একই দিনে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তার আগমন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, বৈঠকে দলের ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড সভাপতি। কেবল প্রয়োজনীয় দিকনির্দেশনা নয়, বৈঠকে দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় থাকবে। সভায় উপস্থিত থাকবেন বোর্ডের অন্য পরিচালকরাও।
বৈঠক শেষে সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে টাইগাররা। সেখানেই শুরু হবে পরবর্তী প্রস্তুতি পর্ব।
আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে ঘিরে লাক্কাতুরায় অনুশীলন। এর আগেই সিলেটে পৌঁছে যাবে দল। উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা থেকে মূল অনুশীলন শুরু করেছিলেন লিটন কুমার দাস ও তার সহকর্মীরা। সেদিনই প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এর অধীনে কাজ করেছেন টাইগাররা।
ঢাকা এক্সপ্রেস/আরই